বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বার্ষিক ডেভেলপার কনফারেন্সে প্রথম নতুন এক স্মার্টওয়াচ উন্মেষণ করেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। এর নাম দেওয়া হয়েছে গুগল পিক্সেল ওয়াচ। ঘড়িটিতে গুগল নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে। এছাড়া ব্যবহার করা হয়েছে ফিটবিট হেলথ ট্র্যাকিং।
ওয়াচটি অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সংযুক্ত করার সুবিধা রয়েছে। এছাড়া আছে ৪জি প্রযুক্তি। যার মাধ্যমে ফোনের কাছে না গিয়ে ফোনের কাজ করা যাবে। তবে এজন্য প্রয়োজন হবে নিজস্ব ডাটা প্লান।
স্মার্টঘড়িটিতে ৩২ গিগাবাইট ধারণক্ষমতা, শুনে অবাক লাগতেই পারে। তবে এটা কোন নিছক গুজব নয়, গুগলের পিক্সেল ঘড়িতে থাকছে চার গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট তথ্য ধারণের সুবিধা। এক্সিনোস–৯১১০ প্রসেসরে চলা স্মার্টঘড়িটিতে গুগল ম্যাপস, গুগল অ্যাসিস্ট্যান্টসহ গুগলের বিভিন্ন প্রযুক্তিসেবা ব্যবহারের সুযোগ মিলবে।
এছাড়াও অ্যান্ড্রয়েড ফোন এবং ওয়াচের জন্য একই নেটওয়ার্ক প্রয়োজন হবে বলে জানিয়েছে গুগল। স্মার্টওয়াচটির দাম কত হবে সে সম্পর্কে কিছুই জানায়নি গুগল।
অ্যাপল এবং স্যামসাংকে টেক্কা দিতে এই ঘড়ি উন্মোচন করা হয়েছে জানিয়েছেন স্মার্টওয়াচ ব্যবসায়ীরা। যদিও গুগলের নাম করে অনেক স্মার্টওয়াচ বাজারে ছাড়া হয়েছে। কিন্তু গুগল বলছে এখন পর্যন্ত বাজারে তাদের নিজস্ব কোনো স্মার্টওয়ার্চ ছাড়া হয়নি।
এমনও গুঞ্জন চলছে, অ্যাপলের সঙ্গে যোগ দিতে পারে গুগল। কিন্তু গুগলের পক্ষ থেকে এমন গুঞ্জনকে অস্বীকার করা হয়েছে।
স্মার্টওয়াচের পাশাপাশি দুটি নতুন পিক্সেল ফোনও আনার ঘোষণা দিয়েছে গুগল। এর মধ্যে রয়েছে পিক্সেল ৬এ এবং প্রিমিয়াম পিক্সেল ৭। যা আগামী জুলাই থেকে বিক্রি হবে। এছাড়া ২০২৩ সালে নতুন একটি পিক্সেল ট্যাবলেটও আনা হবে।
ফেব্রুয়ারিতে গুগলের নির্বাহী প্রধান সুন্দর পিচাই বলেন, ২০২১ সালের শেষ তিন মানে পিক্সেল বিক্রিয় উপর গুরুত্ব দেয় গুগল। তবে কী পরিমাণ পিক্সেল বিক্রি হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
যেকোনো জায়গায় সিগন্যাল থাকে Satellite Phone-এ! যারা ব্যবহার করতে পারেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।