বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: Google Play Store থেকে নিয়মিত অ্যাপ ডাউনলোড করেন? সম্প্রতি ১৩টি জনপ্রিয় অ্যাপকে এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে Google। কোন কোন অ্যাপ নিষিদ্ধ হয়েছে? এর মধ্যে কোন অ্যাপ আপনার ফোনে রয়েছে? দেখে নিন।
Google -এর নিরন্তর চেষ্টার পরেও ফের একবার Play Store -এ একাধিক অ্যাপে ম্যালওয়্যারের সন্ধান মিলল। এর মধ্যে বেশিরভাগই ফোন ক্লিনিং অ্যাপ। একবার ইনস্টল করার পরে ফোনে পরপর বিজ্ঞাপন পাঠানো শুরু করে এই অ্যাপগুলি। একই সঙ্গে অন্য অ্যাপকে ব্লক করতে শুরু করে। একই সঙ্গে ফোনে গুচ্ছের নোটিফিকেশন পাঠায় অ্যাপগুলি।
তবে এখানেই শেষ নয়। এই অ্যাপগুলির মধ্যে কয়েকটি নাম ও আইকন নিয়মিত বদল করতে থাকে। ফলে ইনস্টল করার পরে ফোনে খুঁজে পেতে সমস্যা হয়। ইতিমধ্যেই এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করে Play Store থেকে সরিয়ে নিলেও এখনও কয়েক লাখ ফোনে এই 13টি অ্যাপ রয়ে গিয়েছে। গ্রাহকদের এই অ্যাপগুলি ফোন থেকে অবিলম্বে ডিলিট করে দেওয়ার পরামর্শ দিয়েছে Google।
কোন অ্যাপগুলি Play Store থেকে সরিয়ে নিয়েছে Google? সম্পূর্ণ তালিকা দেখে নিন:
Junk Cleaner – 1M+ ডাউনলোড
EasyCleaner – 100K+ ডাউনলোড
Power Doctor – 500K+ ডাউনলোড
Super Clean – 500K+ ডাউনলোড
Full Clean – 1M+ ডাউনলোড
Fingertip Cleaner – 500K+ ডাউনলোড
Quick Cleaner – 1M+ ডাউনলোড
Keep Clean – 1M+ ডাউনলোড
Windy Clean – 500K+ ডাউনলোড
Carpet Clean – 100K+ ডাউনলোড
Cool Clean – 500K+ ডাউনলোড
Strong Clean – 500K+ ডাউনলোড
Meteor Clean – 100K+ ডাউনলোড
তবে এই প্রথম নয়, কয়েক দিন আগেই Play Store থেকে একসঙ্গে 50টি অ্যাপ নিষিদ্ধ করেছিল Google। বিশ্বব্যাপী প্রায় 1 কোটি স্মার্টফোনে এই অ্যাপগুলি ইনস্টল ছিল। Play Store থেকে সরিয়ে নেওয়া হলেও এখনও বহু ফোনে এই অ্যাপগুলি রয়ে গিয়েছে। তবে APK ডাউনলোড করে অনেকেই এই অ্যাপগুলি ব্যবহার চালিয়ে যাওয়া সম্ভব।
সুরক্ষিত থাকতে কী করবেন?
Play Store থেকে অ্যাপ ডাউনলোড করার আগে রিভিউ ভালো করে পড়ে নিন। কোন রকম খটকা লাগলে সেই অ্যাপ ডাউনলোড করবেন না। অনেকেই অতিরিক্ত ফিচারের আশায় Play Store থেকে অ্যাপ ডাউনলোড না করে APK ইনস্টল করে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। এইভাবে বিনামূল্যে অ্যাপ ব্যবহারের অভ্যাসে আসলে হ্যাকারের হাতে ব্যক্তিগত তথ্য তুলে দেন নিজের অজান্তেই। তাই সুরক্ষিত থাকতে APK -র মাধ্যমে অ্যাপ ডাউনলোড করবেন না।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।