বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কুকিজ ট্র্যাকিংয়ে গ্রাহকদের পূর্ণ স্বাধীনতা দেয়ার লক্ষ্যে রিজেক্ট অল ও অ্যাকসেপ্ট অল বাটন চালু করেছে গুগল। ইউরোপের ভোক্তা ও বাজার নিয়ন্ত্রক গোষ্ঠীর জরিমানার পর এ সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। খবর আইএএনএস।
বর্তমানে ইউরোপের কোনো ব্যবহারকারী সাইন আউট বা ইনকগনিটো মোডে গুগল সার্চ ও ইউটিউব ভিজিট করলে কুকিজ অনুসরণে আলাদা পারমিশন পপআপ দেখতে পাবে।
গুগলের প্রাইভেসি, সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রডাক্ট ম্যানেজার সামিত আধিয়া এক বিবৃতিতে বলেন, চলতি মাসের শুরুতে ইউটিউবে যে আপডেট দেয়া হচ্ছে সেটি ব্যবহারকারীদের নিজস্ব ভাষায় একই সঙ্গে রিজেক্ট অল ও অ্যাকসেপ্ট অল বাটন ব্যবহারের সুবিধা দেবে।
মোর অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দানুযায়ী সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারবে। ফ্রান্সে এরই মধ্যে নতুন কুকিজ বাটন চালু করা হয়েছে। ধীরে ধীরে ইউরোপ, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে এটি চালু করা হবে।
চলতি বছরের শুরুতে ফ্রান্সের তথ্যনিরাপত্তা সংস্থা সিএনআইএল কুকিজ ট্র্যাকিং নীতিমালায় দ্বিধা তৈরি করায় গুগলকে ১৭ কোটি ডলার জরিমানা করেছে।
দেশের বাজারে মি নোটবুক ও প্রথমবারের মতো রেডমিবুক সিরিজের ল্যাপটপ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।