বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তথ্য নীরবে সংরক্ষণ করায় প্লে স্টোর থেকে ১০টি অ্যাপ সরালো গুগল। অ্যাপগুলো ব্যবহারকারীদের অবস্থান, ফোন নম্বর, ইমেইল ঠিকানা হাতিয়ে নিচ্ছিল।
অ্যাপগুলোর তালিকায় রয়েছে-আল মোয়াজিন লাইট, ফুল কোরআন এমপি থ্রি, কিবলা কম্পাস, কিউআর কোড স্ক্যানার অ্যাপ, হাইওয়ে স্পিড ট্র্যাপ ডিটেকশন অ্যাপ, সিম্পল ওয়েদার অ্যান্ড উইজেট, হ্যান্ডসেন্ট নেক্সট এসএমএস, স্মার্টকিট ৩৬০, অডিওসড্রয়েড অডিও স্টুডিও এবং ওয়াইফাই মাউজ।
সম্মিলিতভাবে অ্যাপগুলোর ডাউনলোড সংখ্যা ৬ কোটির বেশি।
কিউআর কোড অ্যাপটি ডাউনলোড করা হয় ৫০ লাখের বেশি। অ্যাপটি থেকে ব্যবহারকারীদের ডিভাইসের আইএমইআই নম্বর পাঠানো হচ্ছিলো পানামার প্রতিষ্ঠান মেজারমেন্ট সিস্টেমের কাছে। এ বিষয়ে গুগলের এক মুখপাত্র জানান, ‘গুগল প্লের সব অ্যাপকে আমাদের নীতিমালা মেনে চলতে হবে। ডেভেলপাররাও এ নীতিমালা মানতে বাধ্য। ’
ইউনিভার্সিটি অব ক্যালগেরি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক অ্যাপগুলো শনাক্ত করেন। তাঁরা জানান, অ্যাপগুলোতে থাকা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বা এসডিকে-এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য থার্ড পার্টির কাছে পাঠানো হচ্ছিল। এই এসডিকে সরালে অ্যাপগুলো পুনরায় গুগল প্লে স্টোরে জায়গা পেতে পারে।
সূত্র : বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।