গুগলে এই ৩টি শব্দ সার্চ করলেই কেঁপে উঠবে স্ক্রিন!

Google

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগল সার্চ ইঞ্জিনের মজার কিছু ফিচারের মধ্যে রয়েছে স্ক্রিন কাঁপানোর চমকপ্রদ ইফেক্ট। যদি আপনি গুগলে এই তিনটি শব্দ সার্চ করেন, তাহলে দেখবেন স্ক্রিন নড়তে শুরু করবে!

Google

১. Chicxulub

গুগলে ‘Chicxulub’ লিখে সার্চ করলে স্ক্রিনের ওপরে থেকে একটি বিশাল পাথর পড়তে দেখা যাবে। এরপরই স্ক্রিন কাঁপতে শুরু করবে, যা ডাইনোসর বিলুপ্তির ঘটনার ইঙ্গিত দেয়।

২. Drop Bear

‘Drop Bear’ লিখে সার্চ করলে স্ক্রিনের ওপর ছোট্ট এক ভালুকের আইকন ভেসে উঠবে। আইকনে ক্লিক করলেই এটি বড় হয়ে নিচের দিকে ঝাঁপ দেবে, সঙ্গে স্ক্রিনও কাঁপতে থাকবে।

৩. Dart Mission

‘Dart Mission’ সার্চ করলেই স্ক্রিনের একপাশ থেকে আরেক পাশে একটি উপগ্রহ চলে যাবে, আর স্ক্রিন কাত হয়ে যাবে। এটি মহাকাশ গবেষণার ‘DART’ মিশনের প্রতীকী রূপ।

Nothing Phone (2a) Plus চলছে বিশাল ছাড়, দুর্দান্ত ডিসকাউন্টে কিনুন!

এ ধরনের ফিচার গুগলের ইন্টারঅ্যাকটিভ সার্চ অভিজ্ঞতার অংশ, যা ব্যবহারকারীদের জন্য সার্চিং আরও মজাদার করে তোলে।