গুগল সার্চে এবার ‘ডেইলি লিসেন’ (এআই) ফিচার

google daily listen

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য সহজে জানার জন্য ‘পডকাস্ট’ সুবিধা নিয়ে আসছে সার্চ ইঞ্জিন গুগল। তারা ‘ডেইলি লিসেন’ নামের সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন একটি ফিচার চালু করছে।

google daily listen

যা পরীক্ষামূলকভাবে ব্যবহারকারীরা পছন্দের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য অডিও আকারে শোনাবে। তাই এখন থেকে আর গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না। তবে নতুন ফিচারটি গুগলের পরীক্ষামূলক প্ল্যাটফর্ম Search Labs-এর অংশ হবে।

‘ডেইলি লিসেন’ ব্যবহারকারীদের জন্য পাঁচ মিনিটের একটি অডিও তৈরি করবে, যেখানে প্রতিটি ব্যবহারকারীর জন্য প্রাসঙ্গিক সাম্প্রতিক খবর এবং বিষয়গুলোর সার-সংক্ষেপ থাকবে। যা পডকাস্ট প্লেয়ারগুলোর মতোই প্লেব্যাক কন্ট্রোলের সুবিধা দেবে, যার মধ্যে থাকবে পজ, রিওয়াইন্ড এবং প্লেব্যাক স্পিড চেঞ্জিং অপশন।

বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে আজ, ঘরে ফেরার অপেক্ষায় ফিলিস্তিনিরা

ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীদের গুগল অ্যাপের Labs সেকশনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সাইন আপ করার পরে, প্রথম ব্যক্তিগত এপিসোড প্রদর্শিত হতে এক দিন সময় লাগতে পারে।