বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অনলাইনে একচেটিয়া অধিকার বজায় রাখতে অ্যাপলসহ অন্যান্য সংস্থাকে বিপুল অঙ্কের অর্থ দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এর পেছনে তাদের খরচ বার্ষিক ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার বলে অভিযোগ উঠেছে মার্কিন আদালতে। খবর এনডিটিভি।
বলা হচ্ছে, ডিফল্ট অনলাইন সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের প্রি-ইনস্টলের জন্য অ্যাপল, স্যামসাং, মজিলা ও অন্যদের বিলিয়ন বিলিয়ন অর্থ দিচ্ছে সংস্থাটি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কেনেথ ডিন্টজার বলেন, গুগলের এ পদক্ষেপ ভবিষ্যৎ ইন্টারনেটের জন্য হুমকি হবে কিনা মূলত সে বিষয়টি খতিয়ে দেখতে অভিযোগ আনা হয়েছে।
ধারণা করা হচ্ছে, এ ট্রায়াল ১০ সপ্তাহ স্থায়ী হবে। গুগলের সিইও সুন্দর পিচাই ও অ্যাপলের শীর্ষ ব্যক্তিদেরও সাক্ষ্য নেয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, গুগলের বিরুদ্ধে অভিযোগটি গত দুই দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় অ্যান্টিট্রাস্ট মামলা।
আদালতে যুক্তি-তর্ক উপস্থাপনকালে গুগলের আইনজীবী জন শ্মিডটলিন বলেন, বাদীরা অস্বীকার করছেন যে গুগল গত কয়েক দশক ধরে উদ্ভাবনী শক্তিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে।
প্রায় দুই দশক আগে মাইক্রোসফ্টরে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আধিপত্য নিয়ে মামলার উঠে যুক্তরাষ্ট্রের আদালতে। এরপর এবারই প্রথম কোনো বড় প্রযুক্তি সংস্থাকে এ ধরনের অভিযোগ মোকাবেলা করতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।