বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অন্তত দুই বছর ব্যবহার করা হয়নি এমন অ্যাকাউন্ট (জিমেইল) বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে গুগল। যদিও ১ ডিসেম্বরের আগে এগুলো বন্ধ করা শুরু হবে না– ব্যবহারকারীদের কাছে এমন সতর্ক বার্তা পাঠানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।
সিএনএন জানায়, এভাবে ডিলিট করার আগে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হবে। সেইসঙ্গে ব্যবাহরকারী যদি ব্যাকআপ কোনও ই-মেইল দিয়ে থাকে তাহলে সেখানে ব্যাকআপও করে দেওয়া হবে। সব মিলিয়ে অ্যাকাউন্ট মুছে যাওয়ার আগে ব্যবহারকারী বেশ সময় পাবেন।
সিএনএন জানায়, গত মে মাসে প্রতিষ্ঠানটি এই পলিসি গ্রহণ করে। নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। তাদের একটি অভ্যন্তরীণ পর্যবেক্ষণ থেকে দেখা যায়, পুরোনো অ্যাকাউন্টগুলো মূলত অনেকটা রিসাইকেল করা পাসওয়ার্ডের ওপর নির্ভরশীল। আপটুডেট সিকিউরিটি, যেমন-দুই ধাপে যাচাইকরণ চালু নেই পুরাতন একাউন্টে। ফলে এই মেইলগুলো ফিশিং, হ্যাকিং ও স্প্যামের শিকার হয়।
মে মাসে গুগল জানায়, প্রথমে সেই অ্যাকাউন্টগুলো সরানো হবে তৈরির পর যেগুলোতে আর ঢোকা হয়নি।
একটি পলিসি আপডেটে সম্প্রতি গুগল জানায়, আমরা আপনাদের ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে চাই এবং বহিরাগত আক্রমণ থেকে নিরাপদ রাখতে চাই। এমনকি আপনি যদি আমাদের পরিষেবা আর ব্যবহার নাও করেন তাহলেও।
তবে এর কিছু ব্যতিক্রম আছে। যেমন-যেসব অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলোতে গিফট কার্ডের ব্যালেন্স ঠিক থাকবে। গুগল থেকে জানানো হয়, এই বন্ধ হওয়া থেকে বাঁচতে ব্যবহারকারীকে প্রতি দুই বছরে অন্তত একবার হলেও অ্যাকাউন্টটি চালু করতে হবে। চালু করে অন্তত একটি ইমেইল পড়া, ভিডিও দেখা বা কোনও কিছু সার্চ করার মতো অ্যাক্টিভিটি থাকতে হবে সেই অ্যাকাউন্ট থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।