বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ‘গুগল ফটোজ’ হচ্ছে গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা যা কাজে লাগিয়ে যেকোনো ছবি বা ভিডিও অনলাইনে বিনামূল্যে সংরক্ষণ করা যায়। ফলে গুগল ফটোজে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও সংগ্রহ করে থাকেন অনেকেই। তবে প্রয়োজনের সময় স্মার্টফোন থেকে প্রয়োজনীয় ছবি বা ভিডিও দ্রুত খুঁজে পান না অনেকে। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ছবি বা ভিডিওর অবস্থান শনাক্তে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল ফটোজ।
গুগল ফটোজের নতুন হালনাগাদে কোনও ছবি বা ভিডিও কোন অ্যালবামে সংরক্ষণ করা রয়েছে, তা দ্রুত জানতে পারবেন ব্যবহারকারীরা। ফলে প্রতিটি ফোল্ডারে আলাদা করে প্রবেশ করতে হবে না, ইনফরমেশন স্ক্রিনেই ছবি বা ভিডিও সংরক্ষণের তথ্য জানা যাবে। এত দিন শুধু গুগল ফটোজের ওয়েব সংস্করণে এ সুবিধা পাওয়া যেত।
গুগল বলছে, ছবি বা ভিডিওগুলো কোন অ্যালবামে রয়েছে তা জানতে ছবির ওপর আঙুল রেখে ওপরে সোয়াইপ বা ডান পাশে থাকা তিনটি ডট আইকনে ট্যাপ করে ছবির ইনফরমেশন স্ক্রিন অপশনে প্রবেশ করতে হবে। নতুন সুবিধাটি চালু হলে ছবির ইনফরমেশন স্ক্রিনে ‘অ্যালবামস’ নামের একটি বিভাগ দেখা যাবে। যদি কোনও ছবি একাধিক অ্যালবামে যুক্ত থাকে, তাহলে সর্বশেষ তিনটি অ্যালবামের নাম দেখা যাবে। এর পাশাপাশি থাকবে ‘শো মোর’ অপশন। এখানে ট্যাপ করলে অ্যালবামের তালিকা দেখা যাবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel