বিনামূল্যে ব্যবহার করা যাবে গুগল এআই ফিচার

google-photos

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ব্যবহারকারীদের জন্য এআই-ভিত্তিক কিছু এডিটিং ফিচার আনছে গুগল। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এসব ফিচার। যারা ফোনে ফটো এবং ভিডিও সেভ করতে গুগল ফটোজের ওপর নির্ভর করেন, তাঁরা গুগলের এআই এডিটিং ফিচার ব্যবহারের সুবিধা পাবেন।

google-photos

এই ফিচারগুলো ব্যবহারের জন্য ৮.০ বা তার ওপরের ভার্সনের একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। আর আইফোন ব্যবহারকারীদের জন্য লাগবে আইওএস ১৫ বা তার পরবর্তী আপডেট। এই ডিভাইসগুলোর তালিকায় পিক্সেল ট্যাবও রয়েছে এবং ম্যাজিক ইরেজার, এইচডিআর ইফেক্ট এবং সিনেমাটিক ফটোর মতো ফিচার পেতে ন্যূনতম ৩ জিবি র‌্যামের প্রয়োজন হবে।

গুগল কয়েক বছর আগে পিক্সেল ৬ সিরিজের সঙ্গে এই ফিচারগুলো দেওয়া শুরু করেছিল। পরে গুগল ওয়ান সাবস্ক্রিপশনের জন্য আইফোন ব্যবহারকারীদের জন্যও এটি চালু করে। পিক্সেল ব্যবহারকারীরা বিনামূল্যে এসব এআই ফিচার ব্যবহার করতে পারেন। গুগল ফটোজ এবার এআই ফিচারগুলো সব ধরনের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে আনছে।

ইভ্যালি ছেড়ে নতুন চাকরি শুরু করলেন শবনম ফারিয়া

এসব এডিটিং ফিচারের মধ্যে অন্যতম ম্যাজিক ইরেজার। ফিচারটি দিয়ে ব্যবহারকারীরা তাদের ছবি থেকে সহজেই অবাঞ্ছিত বস্তু সরাতে পারবেন। এ ছাড়াও থাকছে ফটো এবং ভিডিওর জন্য এইচডি ইমপ্যাক্ট, সিনেমাটিক ইমেজ, ব্লার, কালার পপ, কোলাজ এডিটিং স্টাইল, ভিডিও এডিটিং, পোর্ট্রেট লাইট। শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোনে এসব ফিচার ব্যবহার করা যাবে।

তথ্যসূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ