‘কথা বলতে শিখেছে’ গুগলের চ্যাটবট বার্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিজস্ব চ্যাটবট ‘বার্ড’-এ বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে সার্চ জায়ান্ট গুগল। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন ও ছবিওয়ালা প্রম্পটের মাধ্যমে জবাব দেওয়ার সুবিধা।

ইউরোপীয় ইউনিয়ন’সহ বিশ্বের বেশিরভাগ দেশেই চ্যাটবটটি পাওয়া যাচ্ছে। এক ব্লগ পোস্টে গুগল বার্ডের জবাব দেওয়াকে ব্যাখ্যা করেছে ‘সঠিক শব্দ উচ্চারণ ও কবিতা বা স্ক্রিপ্ট শোনার’ সহায়ক উপায় হিসেবে।

ব্যবহারকারী এতে কেবল একটি প্রম্পট বসিয়ে ও সাউন্ড আইকন বাছাইয়ের মাধ্যমে চ্যাটবটের কথ্য প্রতিক্রিয়া শুনতে পারেন। গুগলের তথ্য অনুসারে, এইসব প্রতিক্রিয়া শোনা যাবে ৪০টিরও বেশি ভাষায়।

ফিচারটি ব্যবহারকারীর প্রম্পটে ছবি যুক্ত করারও সুবিধা দেয়। আর গুগল এটি প্রথম দেখায় মে মাসে আয়োজিত ‘আই/ও’ সম্মেলনে। এর উদাহরণ হিসেবে গুগল বলছে, দুটি কুকুরের ছবি সম্পর্কে মজাদার ক্যাপশন লেখার জন্যেও ব্যবহারকারী এর সহায়তা নিতে পারেন। গুগল বলছে, এখন কেবল ইংরেজি ভাষায় চালু করলেও ‘শীঘ্রই’ এতে নতুন ভাষা যুক্ত হবে।

এর পাশাপাশি, চ্যাটবটে আরও কয়েকটি নতুন ফিচার আনতে যাচ্ছে গুগল। এর মধ্যে রয়েছে কথোপকথন ‘পিন’ ও ‘রিনেইম’ করার, বন্ধুর সঙ্গে জবাব শেয়ার করার ও বার্ডের জবাবের কণ্ঠস্বর ও ভঙ্গিমা বদলে ফেলার মতো সুবিধা।

প্রাথমিকভাবে গুগল এই চ্যাটবট এনেছিল মার্চে। তবে, সে সময় এটি কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চালু হয়। এর পর থেকে বেশ কয়েকটি দেশে চ্যাটবটটি চালু করেছে কোম্পানিটি। আর এখন ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ)’র সকল দেশ ও ব্রাজিলেও চ্যাটবটটি আনার কথা প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে জানিয়েছেন কোম্পানির মুখপাত্র।

ইউরোপে বার্ড চ্যাটবটের বিস্তৃতিকে দেখা হচ্ছে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে। প্রাইভেসি শঙ্কার কারণে ইইউ’র সদস্য দেশগুলোয় এর উন্মোচন পিছিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।