চ্যাটজিপিটিকে টেক্কা দেবে গুগলের ডিপমাইন্ড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চ্যাটজিপিটি ইতোমধ্যে লাখো ব্যবহারকারীর মন জয় করে নিয়েছে। তবে গুগলের ডিপমাইন্ড দাবি করছে তারাই হবে পরবর্তী বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। শুধু তাই নয়, ডিপমাইন্ড চ্যাটজিপিটিকেও হার মানাবে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
যতটুকু জানা গেছে, ডিপমাইন্ড মূলত আলফাগো টেকনিক ব্যবহার৷ ভুলে গেলে হবে না, ডিপমাইন্ড প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা যা কোনো পেশাদার খেলোয়াড়দের দাবায় হারাতে সক্ষম হয়েছে। যদি তাদের পরিকল্পনা ঠিকঠাক থাকে তবে গেমিনি সহজেই জটিল কোনো টেক্সট বিশ্লেষণ করতে পারবে।

ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস জানান, ‘অনেকে ভাবেন গেমিনি মূলত আলফাগোর কিছু বিষয় ব্যবহার করছে। এটা মানতে হবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে আলফাগোর বড় সুবিধা রয়েছে।

টেক বিশেষজ্ঞদের মতে, গেমিনির বিষয়ে গুগল কনফারেন্সে সামান্য তথ্য পাওয়া গেলেও যতটুকু জানা গেছে তা বাস্তবায়ন করা গেলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের বিদ্যমান অসুবিধাগুলো উতরানো সম্ভব হবে। ডিপমাইন্ডের রিইনফোর্সমেন্ট লার্নিং-এ যুক্ত হওয়ার অনেক সুযোগ আছে৷ তবে এই মুহূর্তে জেমিনি তাদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রজেক্ট। গুগল বার্ডে যা ছিল না বা যে ঘাটতি ছিল তা সমাধানের জন্যই জেমিনিকে গুগলের ঊর্ধ্বতনরা প্রাধান্য দিচ্ছে।

ইউটিউবে আসছে স্বয়ংক্রিয়ভাবে অন্য ভাষায় ভিডিও ডাবিংয়ের সুবিধা