বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বেটা অ্যাপ হিসেবে পাওয়া যাচ্ছে নিয়ারবাই শেয়ার নামের অ্যাপের বেটা সংস্করণ।
২০২২ সালের সিইএস আয়োজনে আইওএস’র এয়ারপড অ্যাপের প্রতিদ্বন্দ্বী হিসেবে উইন্ডোজে ‘নিয়ারবাই শেয়ার’ অ্যাপের ঘোষণা দিয়েছিল গুগল। অবশেষে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ছবি, ডকুমেন্ট ও অন্যান্য ফাইল উইন্ডোজ পিসিতে আদান প্রদানের সুবিধা দেবে এই বেটা অ্যাপ।
বিভিন্ন অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ডিভাইসে অ্যাপটি কেবল ইনস্টল করে কনফিগার করলেই চলবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। উইন্ডোজ ১০ ও এর পরবর্তী সংস্করণগুলোয় এটি সমর্থন করলেও এখনও বিভিন্ন এআরএম-চালিত উইন্ডোজ ল্যাপটপে এই সুবিধা চালু করেনি গুগল।
ব্যবহারকারী চাইলে সকলের সঙ্গে, কেবল নিজের কন্টাক্ট বা কেবল নিজের ডিভাইসে সীমিত রাখার উদ্দেশ্যে নিয়ারবাই অ্যাপটি সেটআপ করতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
“অ্যাপটি আপনার ডেস্কটপে খোলা থাকুক বা ব্যাকগ্রাউন্ডে চলুক, বেটা সংস্করণ আপনার উইন্ডোজ পিসিতে কাজ করবে।” –এক ব্লগ পোস্টে ব্যাখ্যা করেন অ্যান্ড্রয়েডের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক প্রিয়া সামনেকার।
“এই অভিজ্ঞতা নিয়ে সূক্ষ্ম কার্যক্রম চালিয়ে যাওয়া ও আপনাদের মতামত গ্রহণ করায় আমরা অন্যান্য গুগল ইকোসিস্টেমেও কনটেন্ট শেয়ারের সুবিধা বিস্তৃত করব।”
দুটো ডিভাইসেই ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে এই প্রক্রিয়া তুলনামূলক দ্রুত পরিচালিত হয়, যেখানে বিভিন্ন ফাইল স্বয়ংক্রিয়ভাবেই গ্রহণের পর সেগুলো স্থানান্তরিত হয়ে যায়। এমনকি ব্যবহারকারীর ফোন বা ল্যাপটপ স্ক্রিন বন্ধ হয়ে গেলেও এটি কাজ করে।
যুক্তরাষ্ট্র’সহ অন্যান্য দেশের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গুগল এই অ্যাপের পরীক্ষা চালালেও এখনও ইউরোপের বেশ কয়েকটি দেশে এই সুবিধা চালু হয়নি। এর মধ্যে আছে ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন। আর সুবিধাটি সমর্থন করে না, এমন দেশগুলোর পুরো তালিকা পাওয়া যাবে গুগলের সাপোর্ট সাইটে।
সম্প্রতি বেটা সংস্করণে গুগলের চালু করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যাপ হলো নিয়ারবাই। এর আগে নভেম্বরে চালু করা ‘গুগল প্লে গেইমস’ অ্যাপটি উইন্ডোজ ব্যবহারকারীদের বাছাই করা কিছু সংখ্যক অ্যান্ড্রয়েড গেইম নিজেদের পিসিতে খেলার সুবিধা দেয়।
উইন্ডোজ ১১’তে নিজস্ব অ্যান্ড্রয়েড সমর্থন ব্যবস্থাও চালু করেছে মাইক্রোসফট। তবে এগুলো কেবল অ্যামাজনের অ্যাপস্টোর থেকে ডাউনলোড করা সফটওয়্যারের জন্য কাজ করে।
একইভাবে, উইন্ডোজ পিসি’র সঙ্গে বিভিন্ন অ্যান্ড্রয়েড ডিভাইসের সংযোগ ঘটানোর উদ্দেশ্যে ‘ফোন লিংক’ নামে একটি অ্যাপ আছে মাইক্রোসফটের। স্যামসাং ডিভাইসে এটি সবচেয়ে ভালো উপায়ে কাজ করে। ফলে, যারা স্বয়ংক্রিয় উপায়ে বিভিন্ন শ্রেণির অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল স্থানান্তর করতে চান, তাদের জন্য নিয়ারবাই শেয়ার ভালো বিকল্প হিসেবে কাজ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।