‘গুগলের একচেটিয়া অনলাইন অনুসন্ধান অবৈধ’

Google

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিযোগিতার পথ রুদ্ধ করতে অনলাইন অনুসন্ধানে একচেটিয়ে আধিপত্য বজায় ও গুগলের বিজ্ঞাপন সংগ্রহের কৌশলকে অবৈধ বলে রায় দিয়েছেন মার্কিন বিচারক। সোমবার (৫ আগস্ট) ওয়াশিংটন ডিসির আদালতে অনুষ্ঠিত রায়ে মার্কিন জেলা বিচারক অমিত মেহতা এ রায় দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Google

বিচারক বলেছেন, স্মার্টফোন এবং ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল আছে কিনা তা নিশ্চিত করতে বিলিয়ন বিলিয়ন অর্থ দিয়েছে প্রতিষ্ঠানটি।

তিনি তার ২৭৭ পৃষ্ঠার মতামতে লিখেছেন, অনলাইনে গুগল একটি একচেটিয়া প্রতিষ্ঠান। সার্চ ইঞ্জিন হিসেবে একাধিপত্য বজায় রাখার জন্য কাজ করেছে প্রতিষ্ঠানটি।

সোমবারের যুগান্তকারী এই রায়টি গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এই রায়ের মাধ্যমে প্রযুক্তি জায়ান্টরা কীভাবে ব্যবসা করে তা পুনর্বিন্যাস করা হতে পারে।

এই রায়ের ফলে গুগল এবং অ্যালফাবেট কী শাস্তির মুখোমুখি হবে তা এখনও স্পষ্ট নয়। আগামী শুনানিতে জরিমানা বা অন্য কোনও শাস্তি দেওয়া হতে পারে।

অনলাইন সার্চ মার্কেটের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণের জন্য ২০২০ সালে মার্কিন বিচার বিভাগ গুগলের বিরুদ্ধে মামলাটি করেছিল।

তবে অ্যালফাবেট বলেছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।