বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজকাল অনেক লেখাই ওয়েবসাইটে পড়তে হয়। আর ওয়েবসাইটের লে আউট বাজে হলে পড়ার ঝক্কি তো বাড়বেই। আজকাল ওয়েবসাইটে ব্যানার, পপ আপ, ভিডিও প্লেব্যাক, বিজ্ঞাপনের ভিড়ে টেক্সট খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে উপায় কি? গুগল অবশ্য একটি ভালো সমাধান নিয়ে এসেছে। গুগলের ওয়েব রিডিং অ্যাপের মাধ্যমে সবচেয়ে জঘন্য ওয়েবসাইটের লেখাও এখন পড়া যাবে।
এই অ্যাপ ইনস্টলের পর মাত্র আঙুলের সোয়াইপের মাধ্যমেই আপনি এখন পড়তে পারবেন। গত বছরের শেষের দিকে গুগল রিডিং মোড চালু করে। ফলে মোবাইলে কন্টেন্ট পড়া অনেক সহজ হয়ে যায়। টাইপসেট কাস্টোমাইজ করা বাদেও ফন্ট বদল করা যায় এই ফিচারে। তাছাড়া গুগলের টেক্সট টু স্পিচ তো চালু রয়েছেই৷ আগে সমস্যা ছিল রিডিং মোড ব্রাউজারে ছিল। তবে এখন এটি একটি অ্যাপ হওয়ায় যেকোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এই অ্যাপ পাঠকদের জন্য খুশির খবর।
কোনো কন্টেন্টে যেসব উপাদান পড়ার ব্যাঘাত ঘটায় অর্থাৎ ভিডিও, ছবি, বিজ্ঞাপন, ভিডিও প্লেব্যাক সবই সরিয়ে দেয়। তাছাড়া এই অ্যাপ চালু থাকলে নোটিফিকেশন ও পপ আপ বন্ধ হয়ে যায়।
একাধিক পদ্ধতিতে এই অ্যাপ চালু করা যায়। তবে সবচেয়ে সহজ উপায় দুই আঙুলের সোয়াইপ অপশন। এখন যেহেতু অধিকাংশ কন্টেন্টই মোবাইলে দেখা হয় তাই এই ফিচারটি অনেক উপকারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।