গোপাল ভাঁড়ের আসল নাম কি ছিল? জানেন তো আপনি!

Gopal-Var

আন্তর্জাতিক ডেস্ক : গোপাল ভাঁড়, যিনি আমাদের কাছে একজন মজার এবং হাসির রাজা হিসেবে পরিচিত, তার আসল নাম নিয়ে রয়েছে বিতর্ক। গোপাল ভাঁড় ছিলেন নদিয়ার কৃষ্ণনগর অঞ্চলের এক প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী।

Gopal-Var

রাজা কৃষ্ণচন্দ্রের সভায় তিনি একজন নবরত্ন হিসেবে নিযুক্ত ছিলেন। সৎ ও বুদ্ধিমান গোপাল ভাঁড়ের জীবনের গল্পগুলো আজও বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে জনপ্রিয়।

তবে, অনেকেই জানেন না তার আসল নাম কী। গবেষকরা দাবি করেন তার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক, তবে এটি নিয়ে বিতর্ক রয়েছে। আবার কিছু গবেষক বলেন, গোপালের পদবী ছিল ‘নাই’। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে “হাস্যার্ণব” উপাধি প্রদান করেছিলেন।

iQOO Neo 10R: 80W ফাস্ট চার্জিং ও শক্তিশালী প্রসেসরসহ বাজারে আসছে!

গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতির এক অমলিন অংশ, যার গল্প আজও বাচ্চা থেকে বুড়ো সকলের প্রিয়।