সুয়েব রানা, সিলেট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাগ বাজার প্রাঙ্গণে এ দোয়া ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও সহযোগীতা করেন সৌদি আরব শাখার বিএনপি নেতা মোহাম্মদ নজরুল।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন (মেম্বার) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সহ সভাপতি রুহেল আহমদ, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ প্রমুখ।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান সাদেক, সিলেট জেলা যুবদলের যোগাযোগ বিষয় সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সাবুল, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য সেলিম আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির কৃষি সম্পাদক জিল্লুর রহমান, ভাদেশ্বর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের সভাপতি ফরহাদ চৌধুরী, ৩ নং ওয়ার্ডের সভাপতি বদরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের সহ সভাপতি লুতফুর রহমান, ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আফরোজ আলী, ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাহেদ আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন পূর্বভাগ ফতেখানি জামে মসজিদের ইমাম জুনাইদ আহমদ।
দোয়া শেষে ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে নেতৃবৃন্দ কম্বল বিতরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।