গোপনে রেখার সঙ্গে বন্ধুর ফাঁকা বাসায় গিয়ে হাতেনাতে ধরা পড়েন অমিতাভ

অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন এবং রেখার প্রেম কাহিনী বলিউডের এক অপূর্ণ ভালবাসার গল্প যা আজও মানুষের মুখে মুখে ফেরে। জয়া ভাদুড়িকে বিয়ে করার পরপরই অমিতাভ বচ্চন তার সহ অভিনেত্রী রেখার প্রেমে পড়েন। একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তারা। শুটিংয়ে একসঙ্গে সময় কাটাতে কাটাতেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

অমিতাভ বচ্চন

‘দো আনজানে’ ছবির শুটিং এর সময় থেকেই অমিতাভ এবং রেখার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। তবে প্রথম প্রথম তারা তাদের সম্পর্কের কথা কাউকেই বুঝতে দেননি। এরপর একটি ছবির সেটে একজন অভিনেতা রেখার সঙ্গে দুর্ব্যবহার করেন। অমিতাভ সেটা সহ্য করতে পারেননি।

অমিতাভ প্রতিবাদ করলে তখন তাদের সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। এরপর তাদের পরকীয়ার খবর ছড়িয়ে পড়ে গোটা বলিউডে। এমনকি তাদের সহ অভিনেতা রঞ্জইতও তাদের সম্পর্কের কথা ফাঁস করে দেন। জয়াকে লুকিয়ে রেখার সঙ্গে দেখা করতে এক বন্ধুর বাংলোতে যাতায়াত ছিল অমিতাভের।

জয়াকে লুকিয়ে অমিতাভ এবং রেখা গোপন দেখা করতেন। এই খবরটা অবশ্য বেশিদিন লুকোনো থাকেনি। যদিও প্রথম প্রথম অবশ্য সবার নজর এড়িয়ে দেখা করতেন তারা। এমনকি শুধুমাত্র অমিতাভের সঙ্গে দেখা করার জন্যই নিজের শুটিংয়ের সময় বদলে ফেলতেন রেখা। বিষয়টা প্রথমবার ফাঁস করে দেন রঞ্জিত।

রঞ্জিত বলেন তার পরিচালিত ছবি ‘কারনামা’তে প্রথমে রেখার অভিনয় করার কথা ছিল। তবে রেখা সকালে শুটিং করতে চাইতেন। অমিতাভের সঙ্গে দেখা করার জন্য সন্ধ্যেটা তিনি ফাঁকাই রাখতেন। রেখা নিজেই নাকি রঞ্জিতকে ফোন করে সকালে শুটিংয়ের সময় রাখার অনুরোধ করেছিলেন। তবে সেটা সম্ভব না হওয়াতে তিনি ছবিই ছেড়ে দেন।

ভারত পেয়ে গেছে নতুন সানিয়া মির্জা

তবে শেষমেষ তাদের প্রেমের কথা জানাজানি হয়ে যায়। জয়ার কানেও খবরটা ওঠে। তিনি একেবারে ভেঙে পড়েছিলেন অমিতাভ এবং রেখার প্রেমের খবর শুনে। অমিতাভের পরিবারের তরফ থেকে প্রবল আপত্তি উঠেছিল। অমিতাভ সম্পূর্ণ একজন পরিবার কেন্দ্রিক মানুষ। তিনি শেষমেষ রেখার সঙ্গে সম্পর্কের ইতি টানেন এবং ভবিষ্যতে আর কোনদিনও রেখার সঙ্গে কাজও করেননি।