বিনোদন ডেস্ক : মা-দাদী-নানীরা প্রায়ই বলেন, “মা হওয়া কি মুখের কথা?” সে কথা কতটা খাঁটি, নিজেদের জীবনে তা উপলব্ধি করেছেন ভারতের তারকা জুটি অমৃতা রাও-আর জে আনমোল।
কারণ, সন্তানের আকাঙ্ক্ষায় সারোগেসি থেকে আইভিএফ, হোমিওপ্যাথি থেকে আয়ুর্বেদ— কিছুই যে বাদ দেননি তারা! আর তা করতে গিয়ে কাটিয়ে এসেছেন জীবনের দুঃসহ এক অধ্যায়ও।
সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেলে মনের গোপনে থাকা সেই দুঃখকেই প্রকাশ্যে এনেছেন এই তারকা দম্পতি।
নিজেদের ইউটিউব চ্যানেলে জীবনের ব্যক্তিগত বহু কথা-অভিজ্ঞতাই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অমৃতা-আনমোল। মাতৃত্বের কথা, তার সঙ্গে জুড়ে থাকা হাজারো চ্যালেঞ্জ, শারীরিক ও মানসিক পরিস্থিতি, হরেক সমস্যা— সব নিয়েই চর্চা করছেন মন খুলে। সেই অনুষ্ঠানেই এবার তারকা দম্পতি জানালেন, মা হতে চেয়ে সারোগেসির পথে হেঁটেছিলেন অমৃতা। কিন্তু একেবারেই প্রথম দিকে মৃত্যু হয় সেই গর্ভস্থ সন্তানের।
ইউটিউবের অনুষ্ঠানে অমৃতা বলেন, “এখনও মনে পড়লে বুকটা ভেঙে যায়… তবু সন্তান চাওয়া বাবা-মাদের বলব, ভেঙে পড়বেন না। কারণ বিষয়টা আমাদের হাতে থাকে না।”
গর্ভধারণ নিয়ে নানা ভয়-অস্বস্তি ছিল অমৃতার। অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক যে সমস্ত বদল ঘটবে, তার মোকাবিলা করবেন কীভাবে, সেই চিন্তায় রাতের ঘুম উড়েছিল অভিনেত্রীর। মানসিক উদ্বেগে ঘুমাতে পারেননি রাতের পর রাত। সে কথাও অনুষ্ঠানের আগের এক পর্বে জানিয়েছিলেন অমৃতা নিজেই। তারপরই তারা এক এক করে আইইউআই, আইভিএফ, সারোগেসির মতো পথে হাঁটেন। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ওষুধেও ভরসা করেছিলেন বেশ কিছু দিন।
দক্ষিণের সুপার অ্যাকশন ছবির স্বাদ নিয়ে আসছে সঞ্জয় দত্তের নতুন সিনেমা
শেষমেশ বালিতে মধুচন্দ্রিমায় গিয়ে অন্তঃসত্ত্বা হন অমৃতা। ২০২০ সালের নভেম্বরে তাদের ছেলে বীরের জন্ম হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।