গোপন বিয়ের খবর দিলেন স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, প্রেম করছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সোশ্যাল মিডিয়ায় রহস্যময় ছবি পোস্ট করে নিজের প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন ‘প্রেম রতন ধন পায়ো’খ্যাত এই অভিনেত্রী। এ নিয়ে আলোচনা জমে উঠেলেও প্রেমিককে সামনে আনেননি এই নায়িকা। এবার গোপন বিয়ের খবর জানালেন স্বরা নিজেই।

স্বরা ভাস্কর

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন স্বরা ভাস্কর। তাতে জানা যায়, চলতি বছরের ২৩ জানুয়ারি কোর্টে বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি বিয়ে করেছেন স্বরা ভাস্কর। তার বরের নাম ফাহাদ আহমদ।

এ ভিডিওতে কোর্টে রেজিস্ট্রি বিয়ের মুহূর্তের কয়েকটি ছবিও রয়েছে। এ ভিডিওর ক্যাপশনে স্বরা ভাস্কর লিখেন, ‘আপনি কখনো কখনো কোনো কিছুর সন্ধান বহুদূর পর্যন্ত করে থাকেন। অথচ সেটা আপনার পাশেই ছিল। আমরা প্রেম খুঁজছিলাম। কিন্তু প্রথমে বন্ধুত্ব হয়। তারপর পরস্পরকে খুঁজে পাই। আমার হৃদয়ে তোমাকে স্বাগতম ফাহাদ আহমদ।’

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ফাহাদ আহমদ সমাজবাদী পার্টির যুব শাখার মহারাষ্ট্র ইউনিটের প্রেসিডেন্ট।

সাফল্যের শিখরে থেকেও হোঁচট খেলেন শাহরুখ খান

স্বরা ভাস্কর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাহান চার ইয়ার’। কমল পান্ডে পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন পূজা চোপড়া, মেহের ভিজ, গিরিশ কুলকার্নি প্রমুখ। গত ১৬ সেপ্ম্বের মুক্তি পায় এটি। বর্তমানে ‘মিসেস ফালানি’ সিনেমার কাজ স্বরা ভাস্করের হাতে রয়েছে।