জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেন শাখা ছাত্রদলের এক নেতা। মামলায় অজ্ঞাত আরো ২০০ থেকে ২২০ জনকে আসামি করা হয়েছে। এই মামলা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে ছাত্রলীগ কর্মীর সঙ্গে মামলার বাদী মোহাম্মদ আহ্সান হাবিব ও আরেক ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের কথোপকথনের দুইটি কল রেকর্ড সাংবাদিকদের হাতে এসেছে।
ছাত্রলীগ কর্মীর সঙ্গে ছাত্রদল নেতাদের ওই কল রেকর্ডে শাখা ছাত্রদলের দলীয় কোন্দলের বিষয়টিও সামনে এসেছে। তবে রেকর্ডের বিষয়কে এডিট বলে দাবি করেছেন ছাত্রদল নেতা আহসান হাবিব। তিনি বিষয়টি অস্বীকার করলেও হাসিবুল ইসলাম হাসিব স্বীকার করেছেন। তিনি জানান, জামসেদ সবুজ নামে ছাত্রলীগের এক নেতাকে বাঁচাতে আহসান নামে ছাত্রলীগের একজন ফোন করেছিল। তবে আহসান ছাত্রলীগের কোন পদে রয়েছেন, সে বিষয়ে তিনি কিছুই জানাননি।
হাবিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং হাসিব বিশ্ববিদ্যালয় শাখা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মাদ আহসান হাবিব বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৬ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। তবে মামলা করার পরপরই অভিযোগ উঠে, গত দেড়-দুই বছর আগে ক্যাম্পাস ত্যাগ করা অনেক ছাত্রলীগ নেতাকেও মামলায় আসামি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।