আয়ুষ্মানকে পরিচালক বলেছিলেন, গো.পনা.ঙ্গ দেখালেই কাজের সুযোগ

আয়ুষ্মান

বিনোদন ডেস্ক : মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পেতে হলে গো’প’না’ঙ্গ দেখাতে হবে! এক সাক্ষাৎকারে বলিউডে কাস্টিং কাউচের এমনই ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন উপস্থাপক থেকে চলচ্চিত্রে আসা আয়ুষ্মান খুরানা।

আয়ুষ্মান

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা আয়ুষ্মান। ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘আর্টিক্যাল 15’ থেকে ‘বালা’, ‘শুভ মঙ্গল জাদা সাবধান’- এই অভিনেতার ঝুলিতে একের পর এক হিট ছবি। তার জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুখী।

অথচ এই আয়ুষ্মানকেও নাকি একসময়ে কাস্টিং কাউচের খপ্পরে পড়তে হয়েছিল। সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমার সঙ্গে এরকমটা একবারই হয়েছিল। একজন কাস্টিং ডিরেক্টর আমাকে ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন। তার পরিবর্তে গোপনাঙ্গ দেখাতে বলেন। আমি যে সমকামী নই, সেকথা জানিয়ে তার প্রস্তাব খারিজ করে দিয়েছিলাম।’

বলিউডে কাস্টিং কাউচ নতুন কোনো বিষয় নয়। সময়ে সময়ে অনেক উঠতি অভিনেত্রীর মুখেই এই অভিযোগ শোনা গেছে।

ছবি মুক্তির আগেই রেষারেষির মুখে শাহরুখ-অক্ষয়

অনেক নামী অভিনেত্রীও বিভিন্ন সময়ে নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। কিন্তু নিজের অভিজ্ঞতা জানিয়ে সমস্ত স্টিরিওটাইপ ভেঙে দেন আয়ুষ্মান।