গরিবের কাউন এখন বড়লোকের বিলাসী খাবার!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৮ হাজার বছর ধরে কাউন খুব পরিচিতি না পেলেও নিভৃতে বিশ্বকে পুষ্টি চাহিদা মেটাতে সহায়তা করে আসছে। সম্প্রতি আন্তর্জাতিক মহলে এটি ধনীদের বিলাসী খাবারের মেন্যুতে স্থান করে নিয়েছে। এমনকি জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে রাতের খাবারে পোড়া ভুট্টার সঙ্গে সালাদ হিসেবে কাউনের মিশ্রণ দেওয়া হয়। কাউন একসময় ভারত ও … Continue reading গরিবের কাউন এখন বড়লোকের বিলাসী খাবার!