দুঃস্থ শিশুদের ‘ভুলভুলাইয়া ২’ দেখার সুযোগ করে দিলেন কার্তিক

ভুলভুলাইয়া ২

বিনোদন ডেস্ক : বিপুল সাফল্যের পর দুঃস্থ শিশুদের সামনে হাতের নাগালে হাজির ‘ভুল ভুলাইয়া ২’। সৌজন্যে ছবির নায়ক কার্তিক আরিয়ান।

ভুলভুলাইয়া ২

বক্স অফিসে সাড়া ফেলেছে তাঁর নতুন ছবি। ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যে মেতে আছেন অভিনেতা কার্তিক আরিয়ান। ইতিমধ্যেই বাণিজ্যের অঙ্ক ১৭৫ কোটি পার। দর্শকদের ভালবাসাতেই তো এত কিছু! তাই ছবির এমন সাফল্যে তাঁদেরই শরিক করতে চাইলেন নায়ক।

যেমন ভাবা, তেমনই কাজ। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুঃস্থ শিশুদের নিয়ে এক মজাদার সন্ধ্যার আয়োজন করেছিলেন কার্তিক। তাঁরই উদ্যোগে ‘ভুলভুলাইয়া ২’ বড় পর্দায় দেখতে পেল ওই খুদেরাও।

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, অনুষ্ঠানে উপস্থিত ছিল ১০০-১২০ জন শিশু। ছবি দেখার সঙ্গে বাড়তি পাওনা হল প্রিয় অভিনেতাকে এত কাছে পাওয়া। সঙ্গে খাওয়া-দাওয়া, দেদার মজা সব মিলিয়ে এ যেন অন্য ‘শিশু দিবস’!

নায়িকার ঠোঁটে সেলোটেপ লাগিয়ে শ্যুটিং করেন সালমান!

সম্প্রতি রটে গিয়েছিল, ‘ভুল ভুলাইয়া-২’-এর সাফল্যের পরে কার্তিক ছবি পিছু ৩৫-৪০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকছেন। পরে অভিনেতা নিজেই জানিয়েছেন, এ সব পুরোপুরি গুজব। তাঁর কথায়, ‘‘জীবনে পদোন্নতি হয়েছে, বেতন বাড়েনি।’’ আগামীতে ‘সোনু কি টিটু কি সুইটি স্টার’-সহ বেশ কিছু আকর্ষণীয় ছবি রয়েছে কার্তিকের ঝুলিতে।