জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ১৫ ও ১৬ জুন দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি থামতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। তখন তাপমাত্রা কিছুটা কমবে এবং গরমের তীব্রতা হ্রাস পাবে।
শুক্রবার দেশের ২৬ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যদিও কিছু জায়গায় তাপপ্রবাহ সাময়িক প্রশমিত হতে পারে, তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, শনিবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। তবে সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ১৬ জুন থেকে অধিকাংশ এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন গরম অনেকটা কমে যাবে। তবে তার আগে কয়েক দিন তাপপ্রবাহের মাত্রা কমা-বাড়ার মধ্যে থাকবে। তিনি বলেন, এখন বর্ষাকাল। প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকলেও সব জেলায় তা পড়ে না বা পড়লেও স্বল্প সময়ের জন্য হয়। ফলে তাপপ্রবাহ কমছে না।
Galaxy Z Fold7 এ আসছে অদৃশ্য কব্জা, দেখতে লাগবে একদম সাধারণ ফোনের মতো
রংপুর অফিস জানায়, রংপুর অঞ্চলে তীব্র তাপদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে সাধারণ মানুষসহ শ্রমজীবীদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শুক্রবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং ঘরে ঘরে রোগ বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।