গরমে ব্যবহার করুন এই ২টি জিনিস, ফুটফুটে-উজ্জ্বল হয়ে যাবে আপনার মুখ

লাইফস্টাইল ডেস্ক : সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষই দ্বারস্থ হন চিকিৎসক কিংবা পার্লারের। তবে এই সমস্যার সমাধান সম্ভব ঘরোয়া কিছু টোটকাতেই। অনেকেই জানেন না আমাদের হাতের কাছে থাকা কিছু সরঞ্জাম ম্যাজিকের মতো কাজ করে।

Forsha

দ্রুততার এই যুগে নারী হোক বা পুরুষ নিজেদের দিকে তাকানোর সময় নেই প্রায় কারও। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শরীরের মতো ত্বকেরও একাধিক সমস্যায় ভুগছেন বহু মানুষ। এই কথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

অনেকসময় চারিদিকের অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত জল না খাওয়া ইত্যাদি কারণবশত না চাইতেও ত্বকের একাধিক সমস্যায় ভুগতে হয় সাধারণকে।

আর সেই সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষই দ্বারস্থ হন চিকিৎসক কিংবা পার্লারের। তবে এই সমস্যার সমাধান সম্ভব ঘরোয়া কিছু টোটকাতেই। অনেকেই জানেন না আমাদের হাতের কাছে থাকা কিছু সরঞ্জাম ম্যাজিকের মতো কাজ করে।

ঠিক যেমন রান্নাঘরের আলু-পেঁয়াজ। খুব সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় এই দুই সবজির ফেসপ্যাক। আর যদি এই ঘরোয়া ফেসপ্যাক কয়েকদিন ত্বকে প্রয়োগ করা যায় তাহলে, ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে ম্যাজিকের মতোই।

গরমে অনেকসময়ে অনেকক্ষেত্রে ত্বক শুষ্ক হতে থাকে। হারাতে থাকে উজ্জ্বলতা ও আদ্রতা। বর্ষাকালে এই সমস্যা বেড়ে যায় দ্বিগুণ। কারণ গ্রীষ্মকালে অতিরিক্ত ঘামের কারণে ত্বকের ছিদ্রগুলি ভরাট হয়ে যায়।

ফলস্বরূপ ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। এক্ষেত্রে আলু ও পিঁয়াজ দিয়ে এক ধরনের ফেসপ্যাক তৈরি করা সম্ভব, যা এই সমস্যাগুলি থেকে খুব অল্পসময়ের মধ্যেই মুক্তি দিতে পারে।

সহজ আলু-পেঁয়াজের ফেসপ্যাক বানানোর পদ্ধতি:উপকরণ- ১) আলু ২) পেয়াঁজ ৩) এক চামচ টক দই ৪) এক চামচ মধু

পদ্ধতি-১) প্রথমে একটি পাত্রে একটি প্রমাণ সাইজের আলু ও পেয়াঁজ নিয়ে নিতে হবে। ২) এরপর সেই আলু ও পেয়াঁজটিকে খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।

৩) পরে সেই পেস্টের মধ্যে আগে থেকে নিয়ে রাখা মধু ও টক দই ভাল ভাবে মিশিয়ে নিতে হবে। এই তিনটি উপায় সম্পন্ন হলেই তৈরি হয়ে যাবে ফেসপ্যাক।

প্রয়োগ-প্রথমে ঐ ফেসপ্যাক গোটা মুখে অন্তত ১৫-২০ মিনিট লাগিয়ে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

বিকিনি থেকে শর্টস, নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন যিশুকন্যা

কয়েকদিন পর পর যদি এই ফেসপ্যাক ত্বকের উপর প্রয়োগ করা যায় তাহলে, ত্বক আগের উজ্জ্বলতা ফিরে পাবে। ফিরবে আদ্রতাও। ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত-ফুটফুটে।