আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী ভারতে তাপমাত্রা অব্যাহতভাবে বাড়তে থাকায় দেশজুড়ে তীব্র দাবদাহের সতর্ক বার্তা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ, আইএমডি। পূর্বাভাসে বলা হয়েছে, সেদেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের অধিকাংশ স্থানে এ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বিষয়টি নিশ্চিত করে আইএমডির সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নরেশ কুমার জানান, আগামী সপ্তাহে ভারতের রাজধানী দিল্লিতে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এ জন্য দেশটির ওপর দিয়ে বয়ে চলা দাবদাহের প্রভাবে স্থানীয় বায়ুমণ্ডলীয় পরিবর্তন দায়ী।
আবহাওয়া নিয়ে কাজ করা সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট জানায়, চলতি বছরের আগাম দাবদাহে ভারতের অন্তত ১৫টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মনোরম তাপমাত্রার জন্য বিখ্যাত হিমাচলও রয়েছে।
এ জন্য গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রীদের সতর্ক করে বলেছেন, দেশজুড়ে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে খুব দ্রুত ঘটছে এটি। তাপমাত্রা এভাবে বৃদ্ধির কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও বাড়তে পারে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতে সাধারণত মে-জুনে দাবদাহ হয়ে থাকে। এবার মার্চেই উচ্চ তাপমাত্রাসহ গ্রীষ্ম শুরু হয়েছে দেশটিতে। এমনকি এই মার্চে সর্বোচ্চ গড় তাপমাত্রা ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের উত্তর ও মধ্যাঞ্চলে গ্রীষ্মের অনেক আগেই অত্যন্ত প্রখর তাপমাত্রা দেখা দেয়। সাম্প্রতিককালে এর তীব্রতা বৃদ্ধির সঙ্গে ঘনঘন দাবদাহ দীর্ঘস্থায়ী হওয়ার বিষয়গুলো যুক্ত হয়েছে। এটি রেকর্ড ভাঙতে পারে এ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।