ভারতের বিতর্কিত আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য। সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকে ‘পুকি বাবা’ বলেও ডাকেন। গত মাসে লিভ-ইন সম্পর্ক ও নারীদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন। এ নিয়ে অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু পাটানি তার কড়া সমালোচনা করেছিলেন।
কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাইকে সাক্ষাৎকার দিয়েছেন বিতর্কিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তার মন্তব্য নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।
কঙ্গনা বলেন, “আমাদের সমাজে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি সেই প্রতিশ্রুতি যেখানে একজন পুরুষ তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করে। অথচ আজকাল লিভ-ইন সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আমি যা দেখেছি, তাতে এখানে নারীদের জন্য ইতিবাচক কিছু নেই। আগামীকাল যখন আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়বেন, তখন আপনার গর্ভপাত কে করাবে? আপনি সাধু, মহারাজদের গালি দিচ্ছেন, তাদের বাতিল করছেন। বড় বোন হিসেবে বলছি, এটি নারীদের জন্য ভালো নয়।”
লিভ-ইন সম্পর্ককে আদালত অনুমোদন দিয়েছেন। সঞ্চালক এ তথ্য উল্লেখ করার পর কঙ্গনা রাণৌত বলেন, “অধিকাংশ আইনই নারীদের সুরক্ষার জন্য তৈরি হয়েছে। মানুষ বলে পুরুষরা মঙ্গলের জাতক, নারীরা শুক্রের। আমরা আধুনিক হতে পারি। কিন্তু জরিপগুলো দেখুন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। যেখানে পুরুষ ও নারীদের জিজ্ঞাসা করা হয়েছে, তারা তাদের প্রেমিক/প্রেমিকা এবং স্বামী/স্ত্রীর মধ্যে কী কী গুণ পছন্দ করে। পুরুষদের তালিকা আলাদা ছিল। কিন্তু নারীদের তালিকাটি একই ছিল। পুরুষরা আলাদা করে ভাবতে পারে, নারীরা পারে না। একজন নারীর সঙ্গে লিভ-ইন করার পর পুরুষ বদলাবে, এর সম্ভাবনা খুবই কম।”
কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইমার্জেন্সি’। চলতি বছরের ১৭ জানুয়ারি মুক্তি পায় এটি। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি। নানা জটিলতার পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তবে মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।