জুমবাংলা ডেস্ক : বিভিন্ন সময়ে চুরি-ছিনতাই ও হারিয়ে যাওয়া ২৫১টি মোবাইল ফোন গত এক মাসে উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল বৃহস্পতিবার পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান কয়েকজনের হাতে তাদের মোবাইল ফোন তুলে দেন।
ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করেছে। এর মধ্যে শেরে বাংলানগর থানা পুলিশ ৬৩টি, হাতিরঝিল থানা ৫৪টি, মোহাম্মদপুর থানা ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩২টি, আদাবর থানা ৩২টি ও তেজগাঁও থানা পুলিশ ৩০টি উদ্ধার করেছে।
উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) এর কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের উপস্থিতিতে উদ্ধার মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।