গভীর রাতে রিয়েলিটি শো-র মেন্টর ফোন করে যা বলেছিলেন উজ্জ্বয়িনীকে

Ujjaini Mukherjee

বিনোদন ডেস্ক : মাত্র ১৭ বছর বয়সে তাঁর জার্নি শুরু করেন। অনেক স্বপ্ন নিয়ে তিনি পাড়ি দেন মুম্বই শহরে। সেখানে একটি জনপ্রিয় রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেন তিনি সেখান থেকে খ্যাতি পরিচিতি। মুম্বইয়ের গ্ল্যামার ঝাঁ চকচকে দুনিয়ার স্মৃতি খুব সুখকর ছিলনা সংগীত শিল্পীর। সংগীত পরিচালক মেন্টরের কাছ থেকে পান কু প্রস্তাব কী বললেন উজ্জয়িনী।

Ujjaini Mukherjee

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো। বহু বছর ধরে চলে আসছে। এই মুহূর্তে ভারতের বহু গায়ক গায়িকা উপহার দিয়েছে সেই রিয়েলিটি শো। সেই শোএর হাত ধরে নিজের গানের কেরিয়ারের সুরুয়াৎ করেন গায়িকা উজ্জয়িনী মুখোপাধ্যায়। এই মুহূর্তের বাংলা সিনেমার প্লেব্যাকের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নাম। দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২০ বছর কাটিয়ে দিয়েছেন উজ্জয়িনী মুখোপাধ্যায়। তবে যে রিয়েলিটি শো-এর হাত ধরে তাঁর এত নাম ডাক সেখানেই তাঁকে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে এত বছর পর সেকথা শোনালেন সংগীত শিল্পী।

মাত্র ১৭ বছর বয়সে মুম্বই পাড়ি দেন উজ্জয়িনী। তবে সেখানকার গ্ল্যামর ঝাঁ চকচকে দুনিয়ার স্মৃতি খুব সুখকর ছিলনা সংগীত শিল্পীর।বর্ষীয়ান, স্বনামধন্য সঙ্গীত পরিচালকের কাছ পান কুপ্রস্তাব।একটি টক শো-তে এসে সেই অভিজ্ঞতার কথাই জানান উজ্জয়িনী।

শিল্পীর কথায়, ‘রিয়েলিটি শোয়ে সেই মেন্টর ছিলেন এক নামী সঙ্গীত পরিচালক। যিনি আমার গান শুনে তাঁর ছবিতে গান গাওয়ানোর প্রতিশ্রুতি দেন। এরপর ওঁর স্টুডিও যাতায়াত, স্ক্র্যাচ করা, গানের প্রস্তুতি সহ নানান কিছুর মাঝে হঠাৎ একদিন রাত সাড়ে ১২ টা নাগাদ উনি আমাকে ফোন করে বসেন। হিজিবিজি নানান কথা বলতে থাকেন অশ্রাব্য নানা কথা হিন্দিতে বলেই চলেছেন।

দুবাইয়ে বাংলাদেশি প্রথম নারী ট্যাক্সিচালক হিসেবে সফল শিউলি

তাতে কিছুটা হকচকিয়ে গিয়েছিলাম আমি। কী বলা উচিত না বুঝেও, পাল্টা প্রশ্ন করেছিলাম তাঁকে , ‘এভাবে কেন কথা বলছেন? আমি তো এমন কিছু করি না।’ এরপর হঠাৎ করেই ওই সঙ্গীত পরিচালক বলে বসেছিলেন ‘Because I Love You’। যা শুনে ভীষণ ঘাবড়ে গেলেও শক্ত মনে পরিস্থিতি সামলান উজ্জয়িনী। বলেন ‘Sir, I Respect You’।