আবুল কালাম আজাদ (বিপ্লব) : সাভারে টোটাল মিক্সড রেশন (টিএমআর) নামক সরকারী পশু খাদ্য তৈরি কারখানায় দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখ্যে জিম্মি করে রশি দিয়ে বেঁধে রেখে আবারো দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা ওই কারখানার বিদ্যুৎ এর সাবস্টেশনর তালার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে জেনারেটরের দুটি ব্যাটারি পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবলসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এর আগে ডাকাত দলের সদস্যরা প্রতিষ্ঠানটির অফিস কক্ষের কেঁচিগেটের তালাসহ বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে সেখানে থাকা কম্পিউটারের সিপিইউ এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে। রবিবার ভোর রাতে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় অবস্থিত প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পশু খাদ্য তৈরি কারখানা টোটাল মিক্সড রেশন (টিএমআর) এ ডাকাতির ঘটনা ঘটে।
এর আগেও ২০২৩ সালে একইভাবে কারাখানাটিতে হানা দিয়ে ডাকাত দলের সদস্যরা বিদ্যুৎ এর পাওয়ার স্টেশনের ক্যাবল চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও সেটির কোন সুরাহ হয়নি। যে কারনে দীর্ঘদিন কারখানাটি বন্ধ থাকার পর আবারও নতুন করে চালুর উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এদিকে ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, আনসার বাহিনীসহ প্রতিষ্ঠানটির উর্দ্ধতন কর্মকর্তারা।
কারখানাটির দায়িত্বে থাকা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন বলেন, ভোর রাতে কারখানাটিতে ২০-২৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাত দলের সদস্যরা প্রথমে আমাদের অফিস বিল্ডিংয়ের গেট ও বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে ভেতরে থাকা কম্পিউটারের সিপিউ এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। এরতারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই আনসার সদস্যকে রশি দিয়ে বেঁধে ফেলে রেখে বিদ্যুৎ এর সাবষ্টেশনের দরজার লক ভেঙ্গে জেনারেটরের দুটি ব্যাটারি ও পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবলসহ ৯ লক্ষধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমি এখানে যোগ দেয়ার আগেও ২০২৩ সালে একইভাবে কারাখানাটিতে হানা দিয়ে ডাকাত দলের সদস্যরা বিদ্যুৎ এর পাওয়ার স্টেশনের ক্যাবল চুরি করে নিয়ে যায়। এরপর দীর্ঘদিন ওই ক্যাবলের জন্য কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। তিনি বলেন, এখানে প্রয়োজনীয় লোকবল এবং নিরাপত্তার ঘাটতি থাকায় বার বার ডাকাতির ঘটনা ঘটছে। আশা করি কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।
প্রতিষ্ঠানটিতে মাস্টাররোলে কর্মরত এবং পাশেই কোয়ার্টারে বসবাসকারী মোঃ সাবিক জানায়, সকালে নামাজ পড়ে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় আনসারদের চিৎকার শুনে দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। একই সময় আমিও বিষয়টি বুঝতে পেরে দৌরে কারখানায় ছুটে যাই। কিন্তু কারখানায় কোন কিছু খোয়া না গেলেও ডাকাত দলের সদস্যরা আনসার সদস্যদের বেঁধে রেখে বিদ্যুৎ এর সাবস্টেশন এবং অফিস কক্ষে ডাকাতি করেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ শাহাদাত হোসেন বলেন, টিএমআর এ ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরস্ত্র দুজন আনসার সদস্যকে বেঁধে রেখে মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাতির ঘটনাটি তদন্তের জন্য আমাদের রেঞ্জ কমান্ডার দুই সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। জেলা কমান্ড্যান্ট মানিকগঞ্জ এবং কোম্পানী কমান্ডার মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ানকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি আসলে কি হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ডাকাতি নয় সরকারী পশু খাদ্য কারখানায় একটি চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।