জুমবাংলা ডেস্ক : বহির্বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ৬৪ জেলায় প্রবাসী পল্লী করার কথা ভাবছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় খুব শীঘ্রই কাজ শুরু করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন। গতকাল মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে পবিত্র হজব্রত পালন করে আসা বাংলাদেশী হাজীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনেও এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হবে।
বিশেষ করে দেশে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণ কারীদের অগ্রাধিকার দেয়া হবে।
মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন ও বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার।
প্রধান বক্তা ছিলেন, সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী শাহ মো. রিটন, শেখ রুবেল আহমেদ, মদিনা যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ শিকদার, সায়েদ আহমেদ, মদিনা বাংলাদেশ কমিউনিটি র সাধারণ সম্পাদক মাহমুদ মিলন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান তুষার প্রবাসী বাংলাদেশীদের সংশ্লিষ্ট দেশের আইন কানুন আহ্বান জানান। পরে করোনা কালীন সময়ে বিশেষ অবদান রাখায় সৈয়দা ফারহানা কাউনাইন ও সাইদুর রহমান তুষারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।