অফিসে বসে সরকারি কর্মকর্তার ধূমপান

অফিসে বসে সরকারি কর্মকর্তার ধূমপান

জুমবাংলা ডেস্ক : সরকারি অফিসে বসে ধূমপান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ঝালকাঠি নলছিটি উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবীর।

সম্প্রতি তিনি তার কর্মস্থল নলছিটি উপজেলা হিসাবরক্ষণ অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করেন। ২ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান কবীর। এ সময় তার সামনে এক ব্যক্তিকে বসা ও ফাইল নিয়ে দুই ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে। আর তিনি এক হাতে কম্পিউটারের কিবোর্ড চাপছেন, অন্যহাতে সিগারেট।

খোঁজ নিয়ে জানা গেছে, নিজ কার্যালয়ে বসেই একের পর এক ধূমপান করেন এ কর্মকর্তা। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে। মূলত অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধূমপান করেন তিনি।

তবে এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব বলেন, ‘আমি তো রাস্তায় বা বাইরে ধূমপান করতে পারি না। তাই অফিস টাইমের পর অফিসে বসে ধূমপান করেছি। এটা আমার ভুল হয়ে গেছে। আমি আমার ডিপার্টমেন্টকে জানিয়েছি।’

এ বিষয়ে বরিশাল ডেপুটি ডিভিশনাল কন্ট্রোনাল অব একাউন্টস মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘অফিস কক্ষে প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় তাকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।’