জুমবাংলা ডেস্ক : কিন্ডারগার্টেনসহ সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি নিবন্ধন নিয়ে পরিচালনা করতে হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই সপ্তাহের মধ্যে এই নিয়ে পরিপত্র জারি করা হবে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনে আয়োজন করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জানুয়ারির পরে নিবন্ধন ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয় চলতে পারবে না। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে পরিপত্র জারি করা হবে। শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন হবে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।
সাক্ষরতা দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’। এক মাসের মধ্যে প্রাথমিকে বৃত্তির পরিবর্তে উৎসাহভাতা দেওয়ার পদ্ধতি নির্ধারণ করা হবে বলেও জানানো হয়।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও সচিব ফরিদ আহাম্মদ এবং অন্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।