গভীর জঙ্গলে ভালুকের তাড়া খেলেন রণবীর

রণবীর

বিনোদন ডেস্ক : বলিউডের হালের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাবে তাকে। ‘রণবীর ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ নামের ওই অনুষ্ঠানটির জন্য সাইবেরিয়ার ঘন জঙ্গলে গিয়ে মহাবিপদে পড়েছিলেন এ নায়ক। সেখানে বুনো ভালুকের তাড়া খেয়েছেন রণবীর।

রণবীর

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অনুষ্ঠানের একটি প্রোমো প্রকাশ করেছেন রণবীর সিং। সেখানে দেখা যাচ্ছে, নায়ককে তাড়া করছে বুনো ভালুক। আর সেই ভালুকের হাত থেকে বাঁচতে কখনো মৃতের মতো শুয়ে পড়েছেন রণবীর, আবার কখনও দৌড়ে পালাচ্ছেন।

ভিডিওটির ক্যাপশনে রণবীর লেখেন, ‘জঙ্গলে মঙ্গল’।

জানা গেছে, পুরো অনুষ্ঠানটির শুটিং হয়েছে সাইবেরিয়ার জঙ্গলে। আগামী ৮ জুলাই থেকে রণবীর ও বেয়ার গ্রিলসের কাণ্ডকারখানা দেখতে পারবে দর্শক।

প্রসঙ্গত, পানিতে-জঙ্গলে-মরুভূমিতে বিভিন্ন দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়েন বেয়ার গ্রিলস। এর আগে রজনীকান্ত, অক্ষয়, অজয়ের মতো তারকার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেয়ার গ্রিলসের দুঃসাহসিক অভিযানের সঙ্গী হয়েছেন। এবার সে তালিকায় যোগ দিলেন রণবীর সিং।