আন্তর্জাতিক ডেস্ক : ফি.লিস্তিনের গা.জার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়ে.লের বিমান হা.মলা.য় অন্তত ৩০ ফিলি.স্তিনি নিহ.ত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া হাম.লায় আহ.ত হয়েছেন আরও ২৭ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আ.টকা পড়ে আছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার গভীর রাতে গা.জার জাবালিয়া শরণার্থী শি.বিরে এই হাম.লার ঘটনা ঘটে।পরে হামলায় গুঁড়িয়ে দেওয়া একটা আবাসিক ভবন থেকে ৩০ জনের ম.রদেহ উদ্ধার করা হয় বলে সেখানকার বেসামরিক প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে।
গা.জার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজা.য় উপত্যকায় আটটি শরণা.র্থী শিবি.রের মধ্যে জাবালি.য়া শরণার্থী শিবিরটি বৃহত্তম। সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের বসবাস। এখানকারই একটি আবাসিক ভবনে রোববার গভীর রাতে ইস.রায়েলি বি.মান হাম.লার পরে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। ইসরা.য়েলি ওই বি.মান হা.মলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন।
গাজা.র হাসপাতালগুলো বলছে, তারা আহত.দের চিকিৎসা করতে কার্যত লড়াই করছে। উত্তর গা.জার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেছেন, ‘আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি।’গত ৭ অক্টোবর থেকে গা.জায় বি.মান হাম.লা চালিয়ে যাচ্ছে ইসরায়ে.লি বিমান বাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ জন ফিলি.স্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৭০০ জনেরও বেশি। হাম.লায় আহ.ত হয়েছেন ১৪ হাজারেরও বেশি ফিলি.স্তিনি।
গাছের ডালে সন্তানের গলা আটকে যাওয়া থেকে যেভাবে উদ্ধার করলো মা বানর
যদিও ইস.রায়েল দাবি করছে, তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হা.মলা চালাচ্ছে। তবে হা.মাসের যো.দ্ধাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গা.জার বেসামরিক মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।