বিনোদন ডেস্ক : ছবিতে কেবল ভূত নয়, রয়েছে সম্পর্কের গল্পও। শিলাজিৎ -এর চরিত্র একজন চিত্রপরিচালকে। তিনি মৃণাল সেনের ভক্ত। ট্রেলারের শুরুতে তাঁকে রহস্যময় মনে হলেও, রহস্য রয়েছে শ্রীলেখাকে ঘিরেও।
কলকাতা: গল্পের শুরু মধ্যরাতে। পাহাড়ি পথে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায় শ্রীলেখা মিত্রের। অন্ধকার, কোথাও যেমন জনবসতির চিহ্নমাত্র নেই। তবে কিছুদূর এগিয়ে যেতেই চোখে পড়ে একবিন্দু আলো। সেদিকেই গিয়ে দরজার কড়া নাড়েন শ্রীলেখা। বেরিয়ে আসেন এক পুরুষ। অগোছালো, রহস্যময়। ক্যামেরা ঘুরলেই অবশ্য স্পষ্ট তাঁর পরিচয়। শিলাজিৎ। মাঝরাতে গাড়ি খারাপ হওয়ায় শিলাজিতের কাছে আশ্রয় চাইলেন শ্রীলেখা!
নাহ এই গল্প বাস্তবের নয়, নতুন ছবির। সদ্য মুক্তি পেয়েছে অজিতাভ ভরত পরিচালিত ছবি ‘ভূতে বিশ্বাস করেন’-এর ট্রেলার। তবে এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির দিন। ছবিতে অভিনয় করছেন, শ্রীলেখা মিত্র, শিলাজিৎ মজুমদার, অনিন্দ্য পালুক বন্দ্যোপাধ্যায়, কুশল চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, চন্দ্রাণী দাস, কুশান আচার্য, সনিয়া সাহা, অনির্বাণ চক্রবর্তী, দীপাঞ্জন বসাক, শর্মিষ্ঠা অধিকারী, পিঙ্কি মজুমদার, তৃষা সেন ও ইন্দ্রা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ বাকুলি প্রযোজিত এই ছবি ঘিরে রয়েছে এক গা ছমছমে চিত্রনাট্য।
ছবিতে কেবল ভূত নয়, রয়েছে সম্পর্কের গল্পও। শিলাজিৎ -এর চরিত্র একজন চিত্রপরিচালকে। তিনি মৃণাল সেন এর ভক্ত। ট্রেলারের শুরুতে তাঁকে রহস্যময় মনে হলেও, রহস্য রয়েছে শ্রীলেখাকে ঘিরেও। ভূতে বিশ্বাস করা বা না করা, এক প্ল্যানচেটের গল্প, সব মিলিয়ে এই ছবি ভয় ধরাতে পারে দর্শকদের মনে। মোজোপ্লেক্স ওয়েব প্ল্যাটফর্মে আসছে এই ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।