আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব মধ্যপ্রাচ্যে অশান্তি বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, সৌদি আরব এই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সব পক্ষকে সংযমের সর্বোচ্চ স্তর ধরে রাখার এবং এই অঞ্চল ও এর জনগণকে যুদ্ধের বিপদ থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে।
সৌদি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে এবং সতর্ক করেছে, ‘এই সমস্যা বেড়ে গেলে গুরুতর পরিণতি হবে।
ইরান ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি প্রথম আক্রমণ শুরু করেছে। গতকাল শনিবার গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টির বেশি বিস্ফোরক ড্রোন ছোড়ে ইরান। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান প্রচুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই ইসরায়েলের সীমান্তের বাইরে আটকানো সম্ভব হয়েছে।
এগুলোর মধ্যে ১০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তিনি জানান।
হাগারি আরো বলেন, ইরানি হামলায় ইসরায়েলি সামরিক স্থাপনার হালকা ক্ষতি হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী এখনও হুমকির মোকাবেলা করছে। ইসরায়েলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, ‘এ হামলার কড়া জবাব দেওয়া হবে।’
১ এপ্রিল সিরিয়ায় অবস্থিত ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় দুই জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত গার্ড অফিসারসহ ১৩ জন নিহত হয়। তবে ইসরায়েল কনস্যুলেটে হামলার দায় স্বীকার বা অস্বীকার করেনি। এরই জবাবে ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান।
সূত্র : আল-অ্যারাবিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।