জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে আপাতত কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি জানিয়েছেন, বর্তমান সরকার কোনো নতুন পে স্কেল পরিবর্তন করবে না, তবে স্কুল-কলেজের শিক্ষকদের ওভারটাইমসহ কিছু বিষয় পর্যালোচনা করা হতে পারে।
বেতন বৃদ্ধির বিষয়ে সরকারের অবস্থান
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেন, “রাজনৈতিক সরকার থাকা অবস্থায় তারা এটি করেনি। এখন আমরা যে সামান্য সুবিধা দিচ্ছি, সেটাও একেবারেই ন্যায্য দাবির ভিত্তিতে। সামনের পে কমিশন বিষয়টি রাজনৈতিক সরকার দেখবে।”
তিনি আরও উল্লেখ করেন, সর্বশেষ ২০১৫ সালে পে কমিশন হয়েছিল এবং পরবর্তী পে কমিশনের দায়িত্ব ভবিষ্যৎ সরকারের ওপরই বর্তাবে।
সামাজিক খাতে বাজেট কমবে না
সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন যে, শিক্ষা, আইটি, স্বাস্থ্য ও সমাজকল্যাণের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো হবে না। পাশাপাশি আন্তর্জাতিক অর্থদাতাদের শর্তও বিবেচনায় রেখে অবকাঠামো উন্নয়ন এবং বাজেট সহায়তা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।