জুমবাংলা ডেস্ক : আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনের জন্য সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে আজ রবিবার চিঠি দিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান।
২০২৪ সালের ৭ জানুয়ারি রবিবার। ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হলে টানা তিন দিন সরকারি ছুটিতে যাবে দেশ।
এর আগে শুক্র ও শনিবার অর্থাৎ ৫ ও ৬ জানুয়ারি সাপ্তাহিক ছুটি পাবেন সরকারি কর্মজীবীরা।
ইসির দেওয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। নির্বাচন কমিশন ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।
সাধারণত ভোটের দিন সারা দেশে সাধারণ ছুটি থাকে। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনের দিনও ছুটি থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।