সুয়েব রানা, সিলেট : গোয়াইনঘাটে বালু উত্তোলনের সময় বুধবার (১৮ই ডিসেম্বর) মধ্যনগর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বাংলাবাজার বাউরভাগ গ্রামের পাশ্ববর্তী পিয়াই নদীর তীরে শ্রমিকেরা গ্রেনেড সদৃশ্য বস্তু দেখতে পায়। তখন শ্রমিকেরা পুলিশকে খবর দেয়।
স্থানীয় মানুষরা জানান, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই এলাকার আশপাশে মুক্তিবাহিনীর ও পাকিস্তানী হানাদার বাহিনীর ক্যাম্প ছিলো। সেই যুদ্ধ চলাকালীন সময়ে গ্রেনেডটি অবিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়েছে। এ বিষয়টি খবর পেয়ে পুলিশ এসে গ্রেনেডটি তাদের হেফাজতে নেয়।
নি..র্যা..তনের জবাব হিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই : তারেক রহমান
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)সরকার তোফায়েল আহমেদ জানান, গ্রেনেডটি তাজা কিংবা বিস্ফোরিত কিনা, আমরা কিছুই বলতে পারছি না। এ বিষয়ে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। উক্ত স্হানটিতে লাল নিশানা স্হাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট পরবর্তীতে এটা নিষ্ক্রিয়র বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।