জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাধাইনগন ইউনিয়নের ওয়াশীন গ্রামের কৃষক তুহিন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
গরু চুরির ঘটনায় কৃষক তুহিন সরকার বলেন, প্রতিদিনের মতো রাত দেড়টা পর্যন্ত গোয়ালঘর পাহারা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ফজরের নামাজের সময় ঘুম থেকে জেগে দেখি গোয়ালঘরের তালা ভেঙে গাভি ও বাছুরসহ ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
গরুগুলোর মূল্য প্রায় ৩ লাখ টাকা। আমি একজন দরিদ্র কৃষক। গরুগুলোই ছিল আমার একমাত্র সম্বল। গরুগুলো চুরি হওয়াতে আমার আর্থিক মেরুদণ্ড ভেঙে গেছে। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
400MP ক্যামেরার সঙ্গে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে হাজির স্যামসাং
তাড়াশ থানার এসআই নিয়ামুল হক বলেন, গরু চুরির খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গরু চুরি ঠেকাতে এবং চোর ধরতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।