বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত ছয় অঞ্চলের গ্রাহকদের ফ্রি মিনিট এবং ইন্টারনেট দিচ্ছে। মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত দুর্যোগকবলিত অঞ্চলে আমাদের নেটওয়ার্ক টিম ২৪ ঘণ্টা তৎপর আছে যেকোনো সমস্যা মোকাবেলায়।
দুর্যোগের এই সময়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, খুলনা, যশোর ও বরিশাল অঞ্চলের গ্রামীণফোন গ্রাহকদের জন্য ১০ মিনিট এবং ৫০০ এমবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি।
ফ্রি এই মিনিট ও ইন্টারনেট পেতে গ্রাহককে *১২১*৫০৫০#-এ ডায়েল করতে হবে বলে জানানো হয়েছে। ২৪ ঘণ্টা মেয়াদে এই ফ্রি সেবা দেবে গ্রামীণফোন।
পোস্টে একজন ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, ‘ওদিকে তো ইন্টারনেট ও নেটওয়ার্ক নাই, ব্যবহার করবে কীভাবে? তার চেয়ে সারা দেশ দেন, যারা পারবে তারা ব্যবহার করবে।’
খোলামেলা পোশাকে দেখা গেলো ফর্সা শরীর, ভক্তদের মনে আগুন ধরালেন শ্রাবন্তী
আরেকজন লিখেছেন, ‘ভালো করেছেন। আশা করি দেশের যেকোনো দুর্গত এলাকায় এই সেবা সব মোবাইল কোম্পানি চালু রাখবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।