ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা বাজারে এনেছে সোলোস। বলা হচ্ছে, সোলোসের স্মার্ট চশমার সঙ্গে মেটার রে-ব্যান স্মার্ট চশমার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে। এয়ারগো ভিশন নামের সোলোসের স্মার্ট চশমাটি এখন ২৯৯ ডলার মূল্যে পাওয়া যাচ্ছে। মেটার রে-ব্যান স্মার্ট চশমাটিও একই দামে পাওয়া যায়। সোলোসের স্মার্ট চশমায় যুক্ত করা হয়েছে ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেল, যা ক্যামেরায় দেখা ব্যক্তি, বস্তু কিংবা লেখা সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারে।
এটি ব্যবহারকারীদের বিভিন্ন ভাষায় লেখা অনুবাদ করার পাশাপাশি কাছের স্থান বা পরিচিত স্থাপনার দিকনির্দেশনা দিতে এবং দেখা বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করতে সক্ষম। সোলোস জানিয়েছে, চশমাটি গুগল জেমিনি ও অ্যানথ্রপিকের ক্লডের মতো অন্যান্য এআই মডেলের সঙ্গেও সংযুক্ত করা যাবে। প্রতিষ্ঠানটি প্রথম এই চশমার ঘোষণা দেয় গত জুনে।
রে-ব্যান মেটা স্মার্ট চশমার মতো, এয়ারগো ভিশনের ক্যামেরার সাহায্যে প্রয়োজন অনুযায়ী ছবি তোলা যায়। এর বিশেষ ফ্রেম রয়েছে। এটি বদলানোর ব্যবস্থাও রয়েছে। ফলে ব্যবহারকারীরা ক্যামেরাসহ কিংবা ক্যামেরা ছাড়া ফ্রেম বেছে নেওয়ার সুযোগ পাবেন। ফ্রেমে ইউএসবি–সি চার্জযোগ্য হিঞ্জে ব্যাটারি এবং টাচ সেন্সর রয়েছে। এই সেন্সর অডিও সুবিধা ব্যবহার করার জন্য স্ট্যান্ডার্ড এয়ারগো ফ্রেমের সঙ্গে যুক্ত করা যাবে।
সোলোসের সহপ্রতিষ্ঠাতা কেনেথ ফ্যান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ব্যবহারকারীদের এআই এবং স্মার্ট প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ নিয়ন্ত্রণ দেওয়ার পাশাপাশি তাদের গোপনীয়তা নিশ্চিত করা। এ কারণেই আমরা এমন ফ্রেম ডিজাইন করেছি, যা প্রয়োজন অনুযায়ী ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আবার চশমার আকর্ষণীয় ফিচারও অক্ষুণ্ন থাকবে।
সোলোস জানিয়েছে, ক্রেতারা শুধু ফ্রেম ১৪৯ ডলার দামে কিনতে পারবেন। আবার ক্যামেরাসহ একটি ফ্রেম ও সাধারণ একটি ফ্রেমের বান্ডল ৩৪৯ ডলার মূল্যে সংগ্রহ করতে পারবেন। চশমাটি সাতটি রঙে এবং দুটি নকাশার ফ্রেমে পাওয়া যাবে। ক্রিপটন–১ মডেলটি বড়, বর্গাকৃতির এবং নাকের অংশে প্যাডযুক্ত। আর তুলনামূলক স্লিম ক্রিপটন–২ মডেলটি আধুনিক ডিজাইনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।