হয়তো মানুষের মতোই কথা বলতে সক্ষম হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। আপনাকে গান শোনাবে, আপনার সাথে গল্প করবে এবং হাসি ঠাট্টাতে মেতে উঠবে। সবকিছুই হবে একদম মানুষের মতো আবেগঘন কন্ঠে। এর আগে বেশকিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম মানুষের সাথে কথা বললেও GPT-4o সবকিছুকে ছাড়িয়ে গেছে।
আগের ভার্সন শুধু টেক্সট বেস্ট সিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার ওপেন এআই নিয়ে এলো GPT-4o সিস্টেম। এটি একটি মাল্টিফাকশন ইন্টেলিজেন্স সিস্টেম। এই সিস্টেম বুঝতে পারবে ছবি, ভিডিও এবং অডিও ফাইল।
সাম্প্রতিক সময়ে ওপেন এআই এ সিস্টেমকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এক ভিডিওর মাধ্যমে। ভিডিওতে দেখানো হয় যে open ai এর সাইন সংবলিত পোশাক পরিহিত এক ব্যক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের সাথে সরাসরি কথা বলছে। সেখানে তিনি এই সিস্টেমকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করে নিচ্ছেন।
ফোনের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ভিডিও চ্যাট করা হচ্ছিল। যুবকের পোশাক এবং আশপাশের পরিবেশ নিয়ে মন্তব্য করছিল। এই সিস্টেমের কণ্ঠ এবং রেসপন্স ছিল যুগান্তকারী। একদম মানুষের মত কন্ঠ যেখানে মিশে আছে আনন্দ, উৎসাহ এবং আগ্রহ।
এটার রেসপন্স টাইম ৩২০ মিলিয়ন সেকেন্ড যা মানুষের রেসপন্স টাইম এর বেশ কাছাকাছি। এ সিস্টেমটি একেবারে মানুষের মতই কথা বলতে সক্ষম হচ্ছে। মানুষের মতই লজ্জা পাচ্ছে, হাসছে এবং গল্প করছে। এটি গান গাইতে পারছে এবং বিভিন্ন কৌতুক বুঝতে সক্ষম হচ্ছে।
শুধু ভিডিও নয়, এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আরো অনেক ধরনের কাজ করতে সক্ষম। যেমন আপনি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন কিন্তু কোন কোডিং পারেন না। ওয়েবসাইটটি কেমন হবে তা খাতায় ছবি আঁকলে এবং সেই ছবি আপলোড করে দিলে একটি ফাংশনাল ওয়েবসাইট তৈরি করে দিবে সিস্টেমটি। ছবির নিখুত বিশ্লেষণ করতে পারবে নতুন সিস্টেমটি। এটি বিনামূল্যে ব্যবহার করার সুযোগ থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।