ট্রাকভর্তি শুকনা মরিচ ছিনতাই, আটক ২

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু : ট্রাক ভর্তি শুকনা মরিচ ছিনতাইয়ের ঘটনায় ২ব্যাবসায়ীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। পঞ্চগড় থেকে ট্রাক ভর্তি শুকনা মরিচ বিক্রির উদ্দেশ্যে সাভারে নিয়ে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন পঞ্চগড়ের এক মরিচ ব্যবসায়ী।

বুধবার (২৬ জুলাই) ভোর রাতে সাভার পৌরসভার গেন্ডা স্ট্যান্ডের মোহাম্মাদিয়া কাঁচাবাজার এলাকায় মেসার্স সালমা বাণিজ্যালয়ের মালিক আরমান ও সুমনের সহযোগিতায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী ওই ব্যবসায়ীর অভিযোগ ।

বুধবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ রানা সাভার মডেল থানায় উপস্হিত হয়ে অভিযোগ করেন। ছিনতাই হওয়া শুকনা মরিচের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আরমান(২৮) ও সুমন(৩২) নামে দুইজনকে আটক করে। এসময় মেসার্স সালমা বাণিজ্যালয় থেকে ৪ বস্তা শুকনা মরিচ উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী চক্রের প্রধান সাগর (৩৮) নামে আরেক অভিযুক্ত পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান।

ভুক্তভোগীর ব্যবসায়ীর দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া শুকনা মরিচের পরিমাণ ৩৫মন।

এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন সিন্তাই হওয়া মরিচ উদ্ধার ও অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পত্রিকা বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন