জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উর্মিলা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে যৌতুকের টাকার জন্য হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত গৃহবধূর এক বছরের একটি মেয়ে রয়েছে।
সোমবার নিহতের স্বামী-শ্বশুর-শাশুড়িসহ মোট ছয়জনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। নিহত গৃহবধু উর্মিলা উপজেলার শরীফপুর ইউনিয়নের টঙ্গিপাড়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী ও একই উপজেলার লালপুর ইউনিয়নের টানপাড়া গ্রামের হাবীবুর রহমানের মেয়ে।
জানা গেছে, শনিবার রাতে উর্মিলা বাথরুম পরিষ্কারের হারপিক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী-শ্বশুর-শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বামী-শ্বশুর-শাশুড়ি-ননদসহ শ্বশুর বাড়ির লোকজন হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে নিহত উর্মিলার মা-বাবা উপস্থিত হলে ময়নাতদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নিহতের মা কল্পনা বেগম জানান, আড়াই বছর আগে শরীফপুর ইউনিয়নের টঙ্গীপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আনিসের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্বামী উর্মিলাকে মারধর করত আনিস। বেশ কয়েকবার তিনি মেয়ের শান্তির কথা চিন্তা করে টাকা দিয়েছেন। ইদানিং আনিস গাড়ি কিনবে বলে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় আনিস উর্মিলাকে মারধর করে। উর্মিলার শ্বশুর বিল্লাল মিয়া ও শাশুড়ি আনোয়ারা বেগমও ছেলের পক্ষ নিয়ে তাকে মানসিকভাবে অত্যাচার করতে থাকে। এরই জেরে শনিবার রাতে আনিস ও তার মা মিলে উর্মিলাকে মারধর করে হারপিক খাইয়ে দেয় বলে কল্পনা বেগমের অভিযোগ।
নিহত উর্মিলার চাচা আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা রোববার সকালে হাসপাতালে গিয়ে জানতে পারি চিকিৎসাধীন অবস্থায় উর্মিলা মারা যাবার পর লাশ রেখে তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। তিনি বলেন, মেয়েটা বিয়ের পর থেকেই খুব অসুখী ছিল। স্বামী-শ্বশুর প্রায়ই যৌতুকের টাকার জন্য তাকে মারধর করত। শেষ পর্যন্ত তারা মেয়েটাকে হারপিক খাইয়ে মেরে ফেলেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজাদ রহমান জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।