ব্যবসার পার্টনার করার কথা বলে ২৭ লাখ টাকা নিয়ে আত্মসাৎ এবং ভয়ভীতি দেখানোর মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরোজা তানিয়া সোমবার (১০ নভেম্বর) এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যা রোববার (১৬ নভেম্বর) গণমাধ্যমের কাছে তথ্যটি আসে। তবে বিষয় ভিত্তিহীন বলে জানিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন মেহজাবীন চৌধুরী।
তিনি বলেন, অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।

কিন্তু মামলার বিষয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে ইতোমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। মামলার বিষয়ে জানা যায়, মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা নেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে আজ, কাল দিবো বলে ঘোরাতে থাকেন।
পরবর্তীতে এ বছরের মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পাওনা টাকা চাইলে তাকে রোববার (১৬ মার্চ) হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন, ‘এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না।তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব।’
এ ঘটনায় আমিরুল ইসলাম সোমবার (২৪ মার্চ) বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



