গ্রাহকের পাওনা টাকা পরিশোধের সময় জানালো ইভ্যালি

ইভ্যালি

জুমবাংলা ডেস্ক : আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পুনরায় চালু হতে যাচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে কেনাকাটা করা যাবে ইভ্যালিতে। এখন গ্রাহকদের মনে একটিই প্রশ্ন, কবে নাগাদ তাদের পাওনা টাকা পরিশোধ করবে ইভ্যালি। একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জবাবে ইভ্যালি জানিয়েছে, সর্বোচ্চ ১৮ মাসের মধ্যেই সব দেনা পরিশোধ করবে তারা।

ইভ্যালি

বিকাশ, রকেটসহ সকল মোবাইল ব্যাংকিংয়ের টাকা ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিফান্ড করা হবে। তবে নগদ গেটওয়ের রিফান্ড পেতে সময় লাগবে। এ সময়টি হতে পারে ১৫ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।

যাদের অর্ডার ৩০ জানুয়ারি ২০২১ এর আগে তাদের টাকা রিফান্ড হতে সময় লাগবে এখন থেকে আরও ১২ মাস। আর যাদের অর্ডার ৩০ জানুয়ারি ২০২১ থেকে ৬ জুন ২০২১, তাদের টাকা রিফান্ড হতে সময় লাগবে এখন থেকে আরও ১৮ মাস।

যাদের রিফান্ডের চেক দেওয়া আছে ইভ্যালি সেসব চেক ফেরত নেবে। চেকের সময় ৬ মাস পেরিয়ে গেছে এমন চেকের বিপরীত ব্যাংক টাকা দেয় না। ই-ভ্যালি বলছে, সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে তারা এসব দেনা পরিশোধ করবে।

জুন ২০২১ থেকে যে টাকা এসক্রোতে আটকে আছে সেগুলো আগামী ১ নভেম্বরের মধ্যে রিফান্ড করা হবে। এসএসএল কর্মাসের ব্যাংক ডিপোজিটের টাকা ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে রিফান্ড করে দেওয়া হবে।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল কারাগারে আছেন। ১ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে।

আদালত গঠিত ইভ্যালির পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেছেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্য। এরইমধ্যে ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন আদালত গঠিত পরিচালনা পর্ষদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

দৃষ্টিশক্তি হারাতে পারেন ধূমপানের কারণে

উল্লেখ্য, গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দেন আদালত। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।