জুমবাংলা ডেস্ক : আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি খুব শিগগিরই গ্রাহকের পাওনা টাকা পরিশোধের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইভ্যালি পুরোনো দেনা পরিশোধের কার্যক্রম খুব শিগগিরই শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে নতুন ক্যাম্পেইন শুরু করেছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইন থেকে পাওয়া পুরো মুনাফার দেনা পরিশোধে ব্যবহার করা হবে। যাদের চেক দেওয়া আছে তাদের টাকা আগে দেওয়া হবে।
এছাড়া গেটওয়েতে আটকে থাকা টাকার একটা অংশ এই মাসেই ছাড় দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে কারাগারে পাঠানো হয়। বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম। চলতি বছরের এপ্রিলে শামীমা নাসরিন জামিনে মুক্তি পেয়ে ২৮ অক্টোবর নতুন করে ইভ্যালির কার্যক্রম শুরু করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।